র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১০) অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার র্যাব-১০ বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. রবিন হোসেন (৩২), মো. রনি আহম্মেদ সোহেল (২০), সিজান (২৯) ও মো. রিফাত।
র্যাব জানায়, রবিবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শহিদ ফারুক রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি চাকু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলেও জানায় র্যাব।
বিডি প্রতিদিন/এমআই