বরিশালের মুলাদীতে বিএনপির নতুন কমিটিতে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর শহরের কলেজ রোড এলাকায় এ সংঘর্ষ হয়।
বিএনপির নেতাকর্মীরা জানান, সম্প্রতি মুলাদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বেলা ১২টার দিকে কলেজ রোড এলাকায় বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিতরা। নতুন কমিটির নেতাদের ইন্ধনে ছাত্রলীগ পরিচয়ধারীরা মিছিলে হামলা চালায় বলে অভিযোগ তাদের।
এদিকে, স্থানীয় ছাত্রলীগের দাবি, মুলাদী সরকারি কলেজে নবীনদের স্বাগত জানিয়ে মিছিল বের করেন তারা। বিএনপির একটি মিছিলের মুখোমুখি হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মিছিল মুখোমুখি হলে কলেজ রোডে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে।
উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আবদুস ছত্তার খান জানান, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠুর ভাই মনিরুল ইসলাম খান টিপু ও উপজেলা ছাত্রলীগ সভাপতি জোবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে বিএনপি’র মিছিলে হামলা চালানো হয়। হামলায় বিএনপির আবিদুর শরীফ, রব খান, নুরে আলম, কালাম খান, রাসেল হাওলাদার, শাহ আলমসহ অন্ততপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়।
স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে আতাত করে বিএনপি’র নবগঠিত কমিটির নেতারা এই হামলা করিয়েছেন বলে অভিযোগ সাবেক সভাপতি সত্তারের।
তবে উপজেলা ছাত্রলীগ সভাপতি জোবয়ের আহমেদ জুবায়েরের দাবি, নবীনদের স্বাগত জানিয়ে ছাত্রলীগের একটি মিছিল কলেজ রোড প্রদক্ষিণকালে বিএনপি’র মিছিল থেকে হামলা চালানো হয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
হামলায় ছাত্রলীগের ইমরান, রাজীব, রাকিব খান ও আবিদ খানসহ পাঁচজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুলাদী থানার ওসি তুষার কুমার মন্ডল জানান, ছাত্রলীগ ও বিএনপির পদবঞ্চিতদের মিছিল মুখোমুখি হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সিনিয়র আওয়ামী লীগ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই