গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে সকলকে প্রস্তত থাকার আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ বলেছেন, ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী দুঃশাসনের পতন ঘটাতে হবে। তার জন্য আন্দোলনের ডাক আসা মাত্রই দলের নেতাকর্মীদের রাজপথে সামিল হবে। এ জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল সব সময় প্রস্তুত রয়েছে।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠনের এক বছর পূর্তি হওয়ার শ্রমিক নেতারা তাদের বক্তব্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান।
বুধবার সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের এক বর্ধিত ও প্রস্ততি সভায় সংগঠনটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শাহআলম মোল্লা, শরিফুল ইসলাম আউয়াল, সিরাজ উদ্দিন, আনোয়ার হোসেন খান, জাকির হোসেন, সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান, আরিফ হোসেন খানসহ প্রমুখ।
সভায় আগামী ১৭ ফেব্রুয়ারী শুক্রবার দুপুর ২ টায় ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আওতায় মহানগর দক্ষিণ বিএনপির ঢাকার গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠের সামনে থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে অংশ নেয়ার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন