রাজশাহীতে প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় উন্নয়ন সংস্থা পরিপ্রেক্ষিত আয়োজিত এই কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার ৫০ জন গণমাধ্যমকর্মী ও প্রাণিসম্পদ কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় এলডিডিপি প্রকল্প ও দেশের প্রাণিসম্পদ খাত তুলে ধরেন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী। প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। এলডিডিপি প্রকল্প এবং গণমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরেন প্রকল্পের পরামর্শক জিল্লুর রহমান।
কর্মশালার সমাপনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
প্রাণিসম্পদ দফতরের বিভাগীয় পরিচালক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। স্বাগত বক্তব্য রাখেন পরিপ্রেক্ষিত-এর নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মেলবন্ধন চান বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই