১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:২৬

মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার

অনলাইন ডেস্ক

মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তালিকাভুক্ত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) মিরপুর  চিড়িয়াখানা রোডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. মফিজুল ইসলাম ওরফে সোহেল ওরফে মামা (৪৪), মোহাম্মদ আলী (৩৮) এবং ড্রাইভার মো. হান্নান মিয়া ওরফে হানিফ (২৮)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি চাপাতি, দুইটি ছুরি, লাঠি, চশমা এবং ফিতা উদ্ধার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহাসীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংবাদে  মিরপুর-১, রাইনখোলা, চিড়িয়াখানা রোডে একটি এক্সিউ মডেলের প্রাইভেট কার আটক করে এ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পরে গাড়ি তল্লাশি করে একটি চাপাতি,  দুইটি ছুরি, একটি লাঠি, দুইটি ফিতা, একটি সানগ্লাস জব্দ করে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর