বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার পথে রাজধানীর তুরাগে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দাদি ও নাতনির। নিহতরা হলেন দাদি মোছা. সাজেদা খুকি (৫০) ও নাতনি মোছা. রাফিয়া আক্তার (৬ মাস)।
বুধবার রাত ১২টার দিকে ঘটে এই দুর্ঘটনা। গুরুতর অবস্থায় রাফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দুইটার দিকে মৃত ঘোষণা করেন। সাজেদা খুকির মৃত্যু হয় ঘটনাস্থলে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, চালকসহ জব্দ করা হয়েছে মোটরসাইকেল।
বিডি-প্রতিদিন/শফিক