১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:১০

নিখোঁজের ৪ দিন পর ট্রলার মাঝির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিখোঁজের ৪ দিন পর ট্রলার মাঝির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজের ৪ দিন পর এক ট্রলার মাঝির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার সকালে কোস্টগার্ডের পন্টুন সংলগ্ন কীর্তনখোলা নদীতে তার লাশ ভেসে ওঠে। তার নাম সোহেল খান। তিনি নগরীর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বাড়ির ভাড়াটিয়া ও ঝালকাঠির আমিরাবাদ ইউনিয়নের জলিল খানের ছেলে। সে একটি ট্রলারের মাঝি ছিলো। 

গত ১৩ ফেব্রুয়ারি নগরীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে খেয়া ট্রলার থেকে নিখোঁজ হয় সোহেল খান। নিখোঁজের ৪ দিন পর শুক্রবার সকালে নদীতে তার লাশ ভাসতে দেখে নৌ-পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

বরিশাল সদর নৌ থানার উপ-পরিদর্শক মো. মাসুম বলেন, মৃত সোহেল ট্রলারের মাঝি ছিলেন। লাশ উদ্ধারের খবর পেয়ে তার স্বজনরা সোহেলের লাশ শনাক্ত করে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার কথা জানান তিনি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর