নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুর্ধর্ষ ডাকাত ১০ মামলার আসামি মো. সাহেব আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আটি ওয়াবদা কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান।
গ্রেফতারকৃত মো. সাহেব আলী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃত সাহেব আলী সিদ্ধিরগঞ্জের চিহ্নিত ডাকাত। তার কারণে সিদ্ধিরগঞ্জবাসী অতিষ্ট ছিল। আজ সন্ধ্যায় আটি ওয়াপদা কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় ১০টি মামলা রয়েছে। আরও দুটো মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আগামীকাল নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত