৭ মার্চ, ২০২৩ ১৮:৫২

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাটি ব্যবসায়ীকে জরিমানা

কালিয়াকৈর প্রতিনিধি

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাটি ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরে তিনজন মাটির ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে তাদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ।

জানা গেছে, উপজেলার বড়ইবাড়ী এলাকায় সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমিনুল ইসলাম, টিপু সুলতান, লুৎফর রহমান মৃধা তিনজন মাটি ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই মাটি ব্যবসায়ীরা ওই এলাকার নদীর পাড় থেকে মাটি কেটে বিক্রি করে আসছিল, বিষয়টি নজরে আসলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, যারা নদীর মাটি কেটে বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর