৭ মার্চ, ২০২৩ ২২:০৪
গুলিস্তানে বিস্ফোরণ

ভাইকে দোকানে রেখে বের হয়ে লাশ হলেন খালাতো ভাইসহ ২ জন

নিজস্ব প্রতিবেদক

ভাইকে দোকানে রেখে বের হয়ে লাশ হলেন খালাতো ভাইসহ ২ জন

নিহতদের স্বজনদের আহাজারি

রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণে ভাইকে দোকানে রেখে বিশ মিনিটের কথা বলে বের হয়ে লাশ হলেন খালাতো ভাইসহ দু’জন। তারা হচ্ছেন মুনসুর হোসাইন (৪০) ও তার খালাতো ভাই আলামিন (২৩)। নিহত মুনসুরের ছোটভাই কাওছার হাসপাতালের জরুরী বিভাগে সামনে বিলাপ করে বলছিলেন এসব কথা।

তিনি বলেন, ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে তাদের একটি দোকান রয়েছে। চার ভাইয়ের মধ্যে মুনসুর ছিল দ্বিতীয়। আলামিন তার খালাতো ভাই। সে মাঝে মধ্যে দোকানে আসতো। তাকে নিয়ে বাইরে গিয়েছিল। পরে দুর্ঘটনার সংবাদ শুনে তাকে ফোনে পাচ্ছিলেন না। পরে খুঁজতে খুঁজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে এসে আহতদের মাঝে পায়নি, মর্গে লাশের সারি থেকে দেখে দু’জনকেই পাই। 

জানা গেছে, মুনসুর হোসাইন (৪০) যাত্রাবাড়ির শেখদী পশ্চিম পাড়ার মোশাররফ হোসাইন এর ছেলে। তার খালাতো ভাই আলামিন (২৩) চাঁদপুর মতলব উপজেলায় পশ্চিম লালপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। আলামিন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর