৮ মার্চ, ২০২৩ ২০:৫৪

বরিশালে বসন্ত ও দোল উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বসন্ত ও দোল উৎসব অনুষ্ঠিত

ছবি- বংলাদেশ প্রতিদিন।

‘রঙের পিয়াসী হলো বসন্ত বাতাস, পূর্ণতায় রঙিন হোক ফাল্গুনী আকাশ’-স্লোগান নিয়ে বরিশালে বসন্ত ও হোলি উৎসব উপলক্ষ্যে ‘কুহুতান’ অনুষ্ঠিত হয়েছে। 

জীবনানন্দ ললিতকলা একাডেমির (জাফা) উদ্যোগে বুধবার (০৮ মার্চ) সকাল ১১টায় নগরীর সদর রোডের বশিরুল হক বাদল সড়কের সংগীত শিল্পীসত্তা’র হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আবৃত্তির শিক্ষার্থী তামিমা ও পূঁজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাচিক শিল্পী আশরাফুর রহমান সাগর, এখন টেলিভিশন বরিশালের রিপোর্টার অমিত হাসান, ইন্ডিপিন্ডেট টেলিভিশনের রিপোর্টার আল-আমিন জুয়েল, সংগীত শিল্পী সত্তার পরিচালক সেলিম কিবরিয়া, জীবনানন্দ ললিতকলা একাডেমির (জাফা) পরিচালক সুকান্ত অপি, আবৃত্তি প্রশিক্ষক রাখী সায়ন্তনী, তবলা প্রশিক্ষক সঞ্জিত সমদ্দার, সংগীত প্রশিক্ষক ছুটি মন্ডল ও আলোকচিত্রী মাহফুজ আবির প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, ডিজিটাল ডিভাইস ব্যবহার কমিয়ে শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই বাঙালী ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখা সম্ভব। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একক ও দলীয় আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এ সময় দোল উৎসবে মেতে ওঠেন তারা। অংশগ্রহনকারীরা পরস্পরের গায়ে রঙ মাখিয়ে আনন্দ করেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর