১১ মার্চ, ২০২৩ ০৮:৩৯

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকায় এই ঘটনা ঘটে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল রাত সাড়ে ১২টা পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা গণমাধ্যমকে বলেন, বাসার সিঁড়ি মোছার কাজ করার সময় পাশে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে স্পৃষ্ট হন তিনি। পাশে থাকা তার চার বছরের এক ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর