১৯ মার্চ, ২০২৩ ১১:২৭

রাজধানীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক

রাজধানীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

প্রতীকী ছবি

রাজধানীর দারুসসালাম ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। 

গ্রেফতাররা হলেন- মো. শরীফ (২৫), মো. আরিফ হাসান (৩০) ও মো. সিরাজ মোল্লা (৪৫)। অভিযানকালে তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল, ১৬ কেজি গাঁজা ও ৮ হাজার ৮২০ টাপেন্টাডল ট্যাবলেটে জব্দ করা হয়। 

শনিবার (১৮ মার্চ) তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। তাদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর