২০ মার্চ, ২০২৩ ১৮:১৭

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ মোকাবিলা’ শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ মোকাবিলা’ শীর্ষক কর্মশালা

রংপুরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ মোকাবিলা’ শীর্ষক কর্মশালা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলনে রংপুরের আইন শৃঙ্খলা বাহিনীসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা অংশ নেন।

কর্মশালায় স্মার্ট নাগরিক, সমাজ, সরকার ও স্মার্ট অর্থনীতি গড়ে তুলতে সেবাগ্রহীতাদের হয়রানি, খরচ কমানোসহ সময় বাঁচাতে তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা প্রদানে নানা উদ্যোগের কথা তুলে ধরেন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সেইসঙ্গে স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে চ্যালেঞ্জ মোকাবিলায় গৃহীত উদ্যোগ বাস্তবায়নে নানা সুপারিশমালা তুলে ধরা হয়।

রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির, জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ড. মো. সোহাগ মাহফুজ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী একেএম মশিউর রহমানসহ অন্যরা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর