২৬ মার্চ, ২০২৩ ১৫:৩১

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি’র উপস্থিতিতে আওয়ামী লীগের দুই পক্ষের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি’র উপস্থিতিতে আওয়ামী লীগের দুই পক্ষের হাতাহাতি

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি’র উপস্থিতিতে আওয়ামী লীগের দুই পক্ষের হাতাহাতি

বরিশালের উজিরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে স্থানীয় এমপি’র উপস্থিতিতে আওয়ামী লীগের দুই পক্ষের হাতাহাতি হয়েছে। এ সময় অনেকটা অসহায় অবস্থায় নির্বাক দাঁড়িয়ে ছিলেন আওয়ামী লীগের স্থানীয় এমপি মো. শাহেআলম। পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

দেশের অন্যান্য স্থানের মতো উজিরপুরেও নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মো. শাহেআলম। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে অনুষ্ঠানে উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ইকবালের সাথে আরেক সহসভাপতি ইদ্রিস বালীর বাদানুবাদ হয়।

এ নিয়ে এক পর্যায়ে ইদ্রিস বালীর উপর হামলা চালায় ইকবালের অনুসারীরা। এ সময় ইদ্রিস বালীর অনুসারীরা প্রতিরোধ করলে উভয় গ্রুপ হাতাহাতি এবং কিল-ঘুষিতে জড়িয়ে পড়ে। এতে অনুষ্ঠান সাময়িক ব্যাহত হয়। এমপির উপস্থিতিতে এ ঘটনা ঘটলেও তিনি ছিলেন নির্বাক। পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, আওয়ামী লীগের দুই নেতার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে অনুষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর