রংপুরে ট্রাকের চাপায় রিভানা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের নগরীর চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত মোটরসাইকেল চালক স্বামী মমদেল মিয়াকে (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রিভানা দিনাজপুর নবাবগঞ্জের খালিবপুর এলাকার বাসিন্দা।
ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহামুদুল হাসান জানান, দুপুরে মোটরসাইকেলে করে দিনাজপুরের দিকে ফিরছিলে মমদেল ও রিভানা দম্পতি। তারা চেকপোস্টের স্কয়ার হাসপাতালের সামনে আসলে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে মোটরসাইকেল থাকা রিভানা ছিঁটকে ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় স্থানীয় জনতা ছুটে এসে ট্রাকটিকে আটক করে এবং রাস্তার বাম দিকে ছিঁটকে পড়ে আহত হওয়া মোটরসাইকেল চালক স্বামী মমদেল উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি ফাঁড়িতে নিয়ে আসে।
তিনি বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        