৩১ মার্চ, ২০২৩ ২২:০৪

‘তারা মানুষকে কথা বলার, ভোটের অধিকারের স্বাধীনতা দেয় না’

গাজীপুর প্রতিনিধি

‘তারা মানুষকে কথা বলার, ভোটের অধিকারের স্বাধীনতা দেয় না’

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, তারা মানুষকে কথা বলার, গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, স্বাধীনতা দেয় না। এ কারণে তো আমরা বাংলাদেশকে স্বাধীন করিনি। সরকার দাবি করে তারা দেশের উন্নয়ন করেছে। সরকার যদি উন্নয়ন করে থাকে তাহলে কোটি কোটি ভোটার খুশি হয়ে সরকারকে ভোট দিবে। সরকার তাহলে ভোট সুষ্ঠু, নিরপেক্ষ করতে ভয় কেন, সেই প্রশ্ন আমার। গণতন্ত্র ব্যাতিরেকে কখনো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায় না।

গণতন্ত্র পূণরুদ্ধার, ১০ দফা বাস্তবায়ন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতারপূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে মহানগরের গাজীপুর চৌরাস্তা সাগর সৈকত কনভেনশন সেন্টারে গাজীপুর জেলা বিএনপি’র আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা বিএনপি’র সভাাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য প্রফেসর রফিকুল ইসলাম, কাজী সাইয়্যেদুল আলম বাবুল, মজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাাপতি ডা. সফিকুল ইসলাম আকন্দ, হুমায়ুন কবির মাষ্টার, ভিপি হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান ফকির, সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান খান, ছাত্র দলের আহবায়ক আতাউর রহমান মোল্লা প্রমুখ।

জেলা বিএনপি’র ইফতার পার্টিতে বক্তব্য রাখছেন বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর