রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন চারজন। এমন ছবি প্রকাশ করে ছিনতাইকারী দাবি করে তাদের ধরতে সহযোগিতা চেয়ে মহানগর পুলিশ।
মঙ্গলবার বিজ্ঞপ্তি পাঠিয়ে তাদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
নগর পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছবিতে প্রদর্শিত ব্যক্তিরা ছিনতাইকারী। এখন পর্যন্ত এই চার ছিনতাইকারীর পরিচয় জানা যায়নি। তারা গত ৩০ মার্চ দুপুর সোয়া ১২টার দিকে বোয়ালিয়া মডেল থানার সাহেববাজার প্রেস ক্লাবের সামনে থেকে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে একটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়। ব্যাগের মধ্যে আড়াই লাখ টাকা ছিল।এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় ছিনতাই মামলা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে ও মামলা সুষ্ঠু তদন্ত এবং বিচারের জন্য ওই ব্যক্তিদের সন্ধান জানা প্রয়োজন দাবি করে সন্ধানদাতাকে পুরস্কৃত করার কথা জানিয়েছে মহানগর পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত