২৭ এপ্রিল, ২০২৩ ১৩:৩৩

রাজধানীর ভবনের ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর ভবনের ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকার বংশালে বাসার ছাদ থেকে পড়ে কাজী শাহনাজ (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরে বংশালের গাঙ্গুলী লেন এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ওই নারীর মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহতের ছেলে মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ভোরে ছাদে হাঁটার সময় আমার মা অসাবধানতাবশত নিচে পড়ে যান। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, কাজী শাহনাজ নামে ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর