রাজধানীর কমলাপুর মোড়ে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা সিএনজি চালক মো. রাসেল সংবাদমাধ্যমকে বলেন, কমলাপুর মোড় থেকে অজ্ঞাত এই ব্যক্তিকে পুলিশ সার্জেন্ট আমার সিএনজিতে করে হাসপাতালে পাঠিয়ে দেন। মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সিএনজি চালক আরও জানান, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় এই ব্যক্তি গুরুতর আহত হয় বলে জানিয়েছিলেন ট্রাফিক সার্জেন্ট। তিনি একজন ভবঘুরে ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কমলাপুর থেকে এক সিএনজি চালক ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন। আনার পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ