‘যে যেখানে আছি ভাই, ময়মনসিংহের উন্নয়ন চাই’ এমন স্লোগান নিয়ে মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন। রবিবার বিকালে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ময়মনসিংহের উন্নয়ন দাবিতে কয়েক দফা দাবি জানানো হয় এ মানববন্ধন থেকে।
দাবিগুলোর মধ্যে রয়েছে- ঢাকা-ময়মনসিংহ ডুয়েলগেজ ডাবল রেললাইন স্থাপন, সকালে ও বিকালে ঢাকা থেকে ময়মনসিংহে ২ জোড়া আন্তঃনগর নতুন ট্রেন চালু, ৩ হাজার শয্যার হাসপাতালসহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু, দ্রুত বিভাগীয় শহরের কাজ শুরু, বাসাবাড়িতে তিতাস গ্যাসের সংযোগ চালু, শহরের মাঝখান দিয়ে স্থাপিত রেললাইনটির বিকল্প ব্যবস্থা করা, ত্রিশাল বাসস্ট্যান্ড সরানোসহ যানজটমুক্ত মহানগর করা।
জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এ.এইচ.এম. খালেকুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটনসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল