গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম।
আজ সোমবার দুপুরে হাইকোর্ট বিভাগ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
মেয়র পদপ্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি নিজে কোনো ঋণ নেইনি। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করিনি। আমি ঋণ খেলাপি না। আমি ন্যায় বিচারের আশায় আছি, বাকিটা আল্লাহ জানেন।’
তিনি বলেন, ‘আপিল বিভাগে যাওয়ার পথ আছে। আমি আপিলে যেতে চাই। আমাদের আরও কিছু কাউন্সিলরের মনোনয়ন বাতিল হয়ে গিয়েছিল। তারা ২৭ তারিখে ঋণ পরিশোধ করে দেন। অনেকে গ্যারান্টার হয়েছেন, অনেকে নিজেরা ঋণ নিয়েছিলেন। সেটা তাদের (মনোনয়ন) দিয়ে দেওয়া হয়েছে। আমারটা পাইনি। আমি চেষ্টা করছি।’
গত ২৭ এপ্রিল জাহাঙ্গীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজের ও তার মা জায়েদা খাতুনের নামে মনোনয়নপত্র জমা দেন। ৩০ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম যাচাই-বাছাই শেষে মা জায়েদার মনোনয়ন বৈধ ঘোষণা করলেও জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল করেন। প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল রবিবার হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর। আজ রিটের শুনানি শেষে ফারাহ মাহবুব ও মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তা খারিজ করে দেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ