১২ মে, ২০২৩ ১৮:৩১

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা থানার গ্রিন মডেল টাউন এলাকায় রিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলচালক মো. শাওন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সে মানিকনগর মডেল হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নিজাম উদ্দিন গণমাধ্যমকে জানান, নামাজ শেষে আমার ছেলে মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে খবর পেলাম সে ডেমরার গ্রিন মডেল টাউন এলাকায় মোটরসাইকেল দিয়ে রিকশাকে ধাক্কা দিলে রিকশার যাত্রী ও সে নিজে রাস্তায় পড়ে যায়। পরে আহত রিকশা যাত্রী ও আমার ছেলেকে প্রথমে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত রিকশার যাত্রী বর্তমানে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টিতে আমরা থানাকে জানিয়েছি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর