১৫ মে, ২০২৩ ১১:৩৫

রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর উত্তর কমলাপুরে কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০।

রবিবার (১৪ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (১৫ মে) মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারী ভবঘুরে প্রকৃতির। কমলাপুর এলাকায় থাকতেন। রাতে উত্তর কমলাপুর ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় তার হাতে থাকা ব্যাগ রাস্তায় পড়ে গেলে সেটি তোলার সময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। খবর পেয়ে টহল ডিউটিতে থাকা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর