১৫ মে, ২০২৩ ১৩:৫৫

শাহজাহানপুরে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক

শাহজাহানপুরে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে চার হাজার ইয়াবা ও মোবাইল ফোনসহ সুমি খাতুন নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।  

রবিবার রাতে শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান বিষয়টি জানিয়েছেন।

এরশাদুর রহমান জানান, মাদকবিক্রেতা সুমি শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোড এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সেখানে অভিযান চালিয়ে চার হাজার ইয়াবা ও মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার জানান, গ্রেফতার সুমি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর