বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় টিম গঠন করা হয়েছে। টিমের টিম লিডার করা হয়েছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপিকে। সমন্বয়ক করা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমকে। যুগ্ম-সমন্বয়ক করা হয়েছে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনকে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান ও গোলাম কবির রাব্বানী চিনু।
বুধবার রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন স্বাক্ষরিত এক তালিকায় এই তথ্য জানানো হয়েছে।বিডি প্রতিদিন/আরাফাত