১৮ মে, ২০২৩ ২১:০২

ধানমন্ডিতে বাসায় চুরির রহস্য উদঘাটন, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডিতে বাসায় চুরির রহস্য উদঘাটন, গ্রেফতার ১

রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় একটি বাসার চুরির মালামাল উদ্ধার ও একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. ফারুকী ইসলাম পুলক। এসময় তার হেফাজত থেকে পাথরের সেট কানের ও স্বর্ণের লকেট, স্বর্ণের নথ নাকফুল, স্বর্ণের ২ জোড়া চুড়ি, ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি ডায়মন্ডের আংটি, ৮ জোড়া ইমিটেশনের সলিড চুড়ি, ১ জোড়া ইমিটেশনের কাকন চুড়ি, ইমিটেশনের চুড়ি ৩পিস, ১টি ইমিটেশনের পাথরের আংটি, ১০০ ইউএস ডলার, ১টি আইফোন, ১টি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ৮,০০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ধানমন্ডি জোনাল টিমের টিম লিডার অতি. উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী বলেন, এ ঘটনায় মামলা দায়ের করার পর গোয়েন্দা পুলিশ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে সম্পৃক্ত পুলকের অবস্থান শনাক্ত করা হয়। গতকাল বুধবার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ ৮,০০,০০০ টাকাসহ পুলককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলককে ধানমন্ডি মডেল থানায় রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর