বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত বলেছেন, যে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের জন্ম আমিও সেই চেতনায় বিশ্বাসী। আমার বাবা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতও ছিলেন একই চেতনায় বিশ্বাসী। বরিশালে এতদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ছিলো অবহেলিত। আমি নির্বাচিত হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ অবহেলিত থাকবে না। আমার দ্বারা কেউ অসম্মানিত হবেন না।
শুক্রবার রাতে নগরীর বগুড়া রোডের ক্রাউন কনভেনশন হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা হিন্দু, বৌদ্ধ , খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠুর সভাপতিত্বে সভায় খোকন সেরনিয়াবাত আরও বলেন, বরিশালে কোনো দাতা সংস্থা বা এনজিও কাজ করতে পারেনি। সেই পরিবেশ ও সুযোগ তাদের দেওয়া হয়নি। নির্বাচিত হলে সেই পরিবেশ ফিরিয়ে আনা হবে। আগামীর বরিশাল হবে নতুন বরিশাল। এখানে কোনো বৈষম্য থাকবে না। বরিশাল এখন অপরিচ্ছন্ন, পানি সংকট। এই শহরকে সর্বস্তরের মানুষের সহযোগীতায় সুন্দর ও বসবাস উপযোগী হিসেবে গড়ে তোলা হবে।সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মেয়র প্রার্থীর সহধর্মীনি লুনা আবদুল্লাহ, অ্যাডভোকেট আনিচ উদ্দিন শহিদ, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মৃনাল কান্তি সাহা, জেলা কমিটির সভাপতি মানবেন্দ্র বটব্যাল, মহানগর কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, মহানগর কমিটির সাবেক সভাপতি নারায়ন দে নারু, সংগঠনের সাবেক ট্রাস্টি ভানু লাল দে ও খ্রীস্টান সম্প্রদায়ের নেত্রী জনসন মেরী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল