রাজধানীর ওয়ারী থেকে চার কেজি গাঁজাসহ মো. রাকিব নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান গণমাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তান বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চার কেজি গাঁজাসহ রাকিবকে গ্রেফতার করা হয়। তার নামে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ