‘ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এ প্রশাসক নিয়োগ করেছে সরকার। ১৮ মে বাণিজ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে একথা বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মাজহারুল ইসলামকে পত্র জারির তারিখ থেকে ছয় মাসের জন্য প্রশাসক নিয়োগ করা হল। তিনি নির্ধারিত সময়ের মধ্যে ‘ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
বিডি প্রতিদিন/জাহা