২৩ মে, ২০২৩ ২০:৪৯

বরিশালে টেলিযোগাযোগ ব্যবস্থা ও সাইবার নিরাপত্তা বিষয়ক মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে টেলিযোগাযোগ ব্যবস্থা ও সাইবার নিরাপত্তা বিষয়ক মতবিনিময়

মুঠোফোনের পাশাপাশি ল্যান্ডফোনের (টেলিফোন) বিষয়েও নাগরিকদের গুরুত্ব দেয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। মঙ্গলবার সকাল ১১টায় বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার টেলিযোগাযোগ ব্যবস্থা ও সাইবার নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

শ্যাম সুন্দর বলেন, ঘরের মধ্যে ল্যান্ড ফোন আছে আবার মুঠোফোনও আছে। আমরা ল্যান্ড ফোনের কাছে যাই না। মুঠোফোনেই কথা বলছি। মুঠোফোনে সর্বনিম্ন কলরেট প্রতি মিনিট ৬৫ পয়সা। অথচ ল্যান্ডফোনে কথা বললে প্রতি মিনিটে খরচ মাত্র ১০ পয়সা। আমরা ল্যান্ডফোন অভ্যস্ত হয়ে গেছি। এ কারণে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গ্রাহক কমে গেছে। অনেকে ল্যান্ডফোন সারেন্ডারও করে দিচ্ছে। 

বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল মারুফ ও মনদীপ ঘরাই। সভায় বিভিন্ন মুঠোফোন অপারেটর কোম্পানীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

বিডি প্রতিদিন/এএ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর