২৬ মে, ২০২৩ ২০:১৪

সরকার তাসের ঘরের মতো টিকে আছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সরকার তাসের ঘরের মতো টিকে আছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দুর্নীতির ওপর গড়ে ওঠা এই সরকার এখন তাসের ঘরের মতো টিকে আছে। আন্দোলনের কালবৈশাখী ঝড়ে শুকনো পাতার মতো উড়ে যাবে। পদ্মা মেঘনা যমুনাতে ওরা ভেসে যাবে। আমাদেরকে সেই প্রত্যয় নিয়ে এখন নামতে হবে। 

শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ বিএনপি আয়োজিত ১০ দফা দাবিতে জনসমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ, রাকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, মুক্তিযুদ্ধা দলের সাদেক খান, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল, ইউনুস মৃধা, আ ন ম সাইফুল ইসলাম, মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এডভোকেট মকবুল হোসেন সরদার, আকবর হোসেন নান্টু ভূঁইয়া, হাজী নাজিম প্রমুখ।

বিডি-প্রতিদিন/বাজিত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর