শিরোনাম
২৬ মে, ২০২৩ ২১:২৮

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যার অভিযোগ

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও থানার কুনিপাড়া এলাকায় এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম ফিরোজা বেগম (৫০)। তার বোন শামসুন্নাহার সংবাদমাধ্যমকে বলেন, আমার বোন তেজগাঁও কুনিপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। আমি আজ দুপুরে আমার বোনের বাসায় গিয়ে দেখি দরজা বন্ধ। পরে দরজা ধাক্কা দিলে দেখি আমার বোন গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় আমার বোনকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমার বোনের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শৈলহাটি এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর