জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির পঞ্চাশ বছর উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়েছে। রবিবার সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে রংপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। শিল্পকলা মিলনায়তনে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তি নিয়ে প্রামাণ্যচিত্র প্রর্দশিত হয়। এরপর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/হিমেল