২৮ মে, ২০২৩ ২২:০৭

পাউবোর নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবিতে ঠিকাদারদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পাউবোর নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবিতে ঠিকাদারদের বিক্ষোভ

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রাজশাহী সার্কেলের বিভিন্ন দফতরে কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ঠিকাদারী প্রতিষ্ঠান রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী পাউবো চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের ব্যানারে এ কর্মসূচি থেকে বক্তারা পাউবো নওগাঁর নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমানের অপসারণ দাবিতে সাতদিনের আল্টিমেটাম দেন। পরে স্মারকলিপি পেশ করা হয়।

বক্তারা বলেন, নওগাঁ পাউবোর দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান। নওগাঁর এ নির্বাহী প্রকৌশলী নানাভবে ঠিকাদারদের হয়রানি করছেন। কাজ শেষে বিলের জন্য আবেদন করা হলেও কালক্ষেপণ করছেন। সর্বশেষ রাজশাহীর একজন ঠিকাদার ও বীর মুক্তিযোদ্ধাকে চরমভাবে লাঞ্ছিত করা হয়। ওই ঠিকাদার তার কাজ বাস্তবায়নের পর বিলের জন্য গেলে তাকে লাঞ্ছিত করা হয়। তাৎক্ষণিক এ ঘটনার প্রতিবাদ জানানো হলেও এখনও ওই কর্মকর্তা বহাল তবিয়তে আছেন।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, ওই প্রকৌশলী এর আগে গোপালগঞ্জে থাকা অবস্থায় আর্থিক কর্মকাণ্ডে ঘাপলার কারণে তাকে নওগাঁয় বদলি করা হয়। এখানে এসেও তিনি একই কারবার শুরু করেছেন। ঠিকাদার সমাজ তাই দুর্নীতিবাজ কর্মকর্তাকে অবিলম্বে অপসারণের দাবি জানান। একই সঙ্গে এ কর্মকর্তার অপসারণ দাবিতে সাত দিনের আল্টিমেটাম দেন ঠিকাদাররা। 

রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের আহ্বায়ক খাজা তারেকের সভাপতিত্বে  বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক জামাত খান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মতিন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, ঠিকাদার আতিকুর রহমান মন্টু, তপন সেন, চাঁপাইনবাবগঞ্জ পাউবো ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন নাসের প্রমুখ।    

পরে তারা রাজশাহী পাউবো (উত্তর-পশিচমাঞ্চল) প্রধান প্রকৌশলীর মাধ্যমে পানিসম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, পাউবো মহাপরিচালক, পাউবোর শৃঙ্খলা পরিদফতরের পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর