রাজধানীর বনানীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়া রড মাথায় ঢুকে অজ্ঞাতপরিচয় (১২) এক কিশোর নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।
তিনি আরও জানান, নিহত কিশোরের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
প্রথমে কিশোরকে স্থানীয় একটি হাসপাতাল, পরে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরকে হাসপাতালে নিয়ে আসা আবদুল কাদির ইমন বলেন, বনানীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে (বিআরটি) থেকে হঠাৎ একটি রড নিচে পড়ে। ছেলেটি নিচ দিয়ে যাওয়ার সময় রড তার মাথায় গেঁথে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ