৩ জুন, ২০২৩ ০১:১৪

যাত্রাবাড়ীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

অনলাইন ডেস্ক

যাত্রাবাড়ীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

মো. আলমগীর হোসেন (মাঝে)

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮২৫ ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রেতা মো. আলমগীর হোসেনকে (৪৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (২ জুন) যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটক আলমগীর দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

তিনি আরও জানান, তার মাদক বিক্রির একাধিক সিন্ডিকেট রয়েছে। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান রয়েছে। আটক আলমগীরের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর