১০ জুন, ২০২৩ ১৯:৫৩

রাত ১২টার মধ্যে বহিরাগতদের বরিশাল নগরী ত্যাগের নির্দেশ

বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশী শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাত ১২টার মধ্যে বহিরাগতদের বরিশাল নগরী ত্যাগের নির্দেশ

বরিশাল সিটি করপোরেশন এলাকায় অবস্থারনরত সকল বহিরাগতকে আজ শনিবার দিবাগত রাত ১২টার মধ্যে নগরী ত্যাগ করার নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। শনিবার সকাল সাড়ে ১১টায় মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের হলরুমে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার আরও বলেন, অনেকেই বাইরের বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রার্থীদের প্রচারনায় অংশ নিতে বরিশাল নগরীতে এসেছেন। নির্বাচন বিধি অনুযায়ী ১০ জুন (শনিবার) রাত ১২টার পর প্রচারণা নিষিদ্ধ। এরপর কোনো বহিরাগত নগরীতে থাকতে পারবেন না। 

তিনি আরও বলেন, বহিরাগত রোধে নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। তল্লাশী করা হচ্ছে বিভিন্ন যানবাহন। রাত ১২টার পর যৌক্তিক কারণ ছাড়া কোনো বহিরাগত নগরীতে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে নির্বাচন বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন তিনি। 

এর আগে সকালে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অভিযোগ করেন, সিটি ভোটে ২০১৮ সালের পুনরাবৃত্তি করতে আওয়ামী লীগ প্রার্থী প্রচুর সংখ্যক বহিরাগত নগরীতে জড়ো করেছেন। সুষ্ঠু ভোট ব্যাহত করতেই চাচা (আবুল খায়ের খোকন সেরনিয়াবাত) ভাতিজার (বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ) পথ অনুসরন করছেন বলে অভিযোগ জাপা প্রার্থীর। 

এ বিষয়ে পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশ বদ্ধ পরিকর। ভোট কেন্দ্রে কোন পুলিশ সদস্য অতি উৎসাহ দেখালে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। প্রিজাইডিং কর্মকর্তার চাহিদা ব্যতিত কোন পুলিশ সদস্য ভোট কক্ষে প্রবেশ করতে পারবে না বলে হুশিয়ারি দেন তিনি। যানবাহন চলাচলে নির্বাচন কমিশনের বিধি বিধান মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর