রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর শেখ হাসিনা সড়ক সেতুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হন।
আজ শনিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাকিকার রুদ্রশ্বর এলাকার আখের মিয়ার পুত্র শাহ আলম (২২) ও সাইফুল ইসলামের ছেলে ওয়াজেদ মিয়া। হাসান আলী নামে মোটরসাইকেলের আরেকজন আরোহী রমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন দু'জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের চালক পালিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত