রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রিয় বিএমএ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি গণসংযোগ শুরু করে লক্ষ্মীপুর মোড় পর্যন্ত পথচারী, রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন। এসময় তিনি রাসিকের সদ্য সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের দৃশ্যমান উন্নয়নের কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএমএ’র মহাসচিব ডা. এহতেশামুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. তারেকে মেহেদী পারভেজ, দফতর সম্পাদক ডা. শহিদুল্লাহ শহীদ, রাজশাহী বিএমএ’র সভাপতি ডা. এবি সিদ্দিকী, রাজশাহী স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. চিন্ময় কান্তি দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে স্থানীয় চিকিৎসক নেতৃবৃন্দের সঙ্গে বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় অংশ নেন তিনি। তিনি সবার উদ্দেশ্যে আওয়ামী লীগের স্বাস্থ্যখাতের উন্নয়ন তুলে ধরেন এবং এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান।
বিডি প্রতিদিন/হিমেল