গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রবিবার সকালে কালিয়াকৈরে বাসাকৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিএনজি যাত্রী শাহীন হোসেন (১৮) ও সজীব হোসেন (২৮)।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, উপজেলার কালিয়াকৈর মাওনা সড়কে বাসাকৈর এলাকায় রবিবার সকালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়ির দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। অপর একজন আহত হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই