রাজধানীর মিরপুরে ১১ বছর আগে রওশন আক্তার নামের এক আইনজীবী হত্যা মামলায় দুই নিরাপত্তাকর্মীর আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিত দুই আসামি সোলাইমান রবিন ও রাসেল জমাদ্দারকে রায়ের পর কারাগারে পাঠানো হয়েছে।
আজ রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এম আলী আহমদ এ রায় দেন।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌঁসুলি (পিপি) সৈয়দ শামসুল হক।
আদালত সূত্র জানা গেছে, আমৃত্যু কারাদণ্ড পাওয়া দু’জন নারী আইনজীবী রওশন আক্তারের বাসায় নিরাপত্তাকর্মী ছিলেন। রওশনকে হত্যার এক সপ্তাহ আগে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। পরিকল্পিতভাবে চুরির উদ্দেশ্যে তারা ওই বাসায় ঢোকেন। চুরিতে বাধা দেওয়ায় রওশন আক্তারকে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান তারা।
২০১২ সালের ৩১ ডিসেম্বর আইনজীবী রওশন আক্তারকে মিরপুরের বাসায় শ্বাসরোধে হত্যা করা হয়। তার বাসার আলমারি থেকে ২০ হাজার টাকা নিয়ে যান হত্যাকারীরা। এ ঘটনায় আইনজীবী মাহাবুব-ই সাত্তার বাদী হয়ে অজ্ঞাত দু’জনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় খুনের মামলা করেন।
মামলা তদন্ত করে ২০১৩ সালের ১৮ জুলাই দু’ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে। রাষ্ট্রপক্ষ ১৫ সাক্ষীকে আদালতে হাজির করে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ