খুলনার ভৈরব নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার খালিশপুর মোংলা বন্দর কর্তৃপক্ষের আবাসিক বাসস্থান ও জামে মসজিদের সামনে থেকে এ লাশ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা সদর নৌ থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন করে ভাসমান লাশের কথা জানানো হয়। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লাশের শরীরে কোন কাপড় ছিল না। ৩/৪ দিন আগের লাশ হবে। লাশটিতে পচন ধরেছে। পিবিআই ও সিআইডির টিম পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
বিডি-প্রতিদিন/শফিক