রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১০ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
বুধবার গোপন তথ্যের ভিত্তিতে একাধিক অভিযান পরিচালনা তাদের আটক করা হয়।
র্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে। থানায় এ বিষয়ে একাধিক জিডি ও মামলা দায়ের করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে ১০ জনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন