বরিশাল নগরীর গড়িয়ারপাড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ২ জনকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় নগরীর বিমান বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।
বৃহস্পতিবার বিএমপির মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার সন্ধ্যায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ারপাড় গোল চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. তছলিম গাজী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে বিমান বন্দর থানা পুলিশ। আটক তছলিম পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের বাসিন্দা।
এদিকে একই দিন সন্ধ্যায় বিমান বন্দর থানা পুলিশের আরেকটি দল ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ারপাড় সংলগ্ন কলাডেমা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. শামীম খান (২১) নামে এক ব্যক্তিকে আটক করে। আটক শামীম পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়গাবুয়া এলাকার বাসিন্দা।
পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ জন আটকের ঘটনায় বিমান বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ