যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতারা। যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জাতির পিতাসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সাংবাদিকদের মুখোমুখি হন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। তিনি বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী। বিএনপি-জামায়াতের আমলে যখন নারীদের উপর নির্যাতন জুলুম অত্যাচার করা হয়, সে সময়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেন। যুব মহিলা লীগ প্রমাণ করেছে রাজপথের সংগঠন। আাগামীতে আন্দোলন-সংগ্রামে আমরা যুব মহিলা লীগ রাজপথে থেকেই প্রমাণ দেবে, সময়ের সাহসী সংগঠন যুব মহিলা লীগ। আমরা রাজপথের লড়াই সংগ্রামের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেবে।
বিডি প্রতিদিন/আরাফাত