ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজর সিকদার আনিসুর রহমান (অব.)। বৃহস্পতিবার রাজধানীর মাটিকাটায় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মেজর আনিসুর রহমান বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছেন এই আসনের মানুষের কল্যাণে কাজ করার জন্য, এলাকার উন্নয়নের জন্য। নির্বাচিত হলে অবহেলিত এলাকাগুলোতে দৃশ্যমান উন্নয়নের কাজ করবো। আমি যেহেতু এই আসনের স্থানীয় বাসিন্দা, তাই স্থানীয় সকলের সমস্যাগুলো জানি এবং নির্বাচিত হলে সকল সমস্যা সমাধান করতে সচেষ্ট হবো।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মাখন সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আল মামুন, কেন্দ্রীয় সদস্য প্রফেসর গোলাম মোস্তফা চৌধুরী, ভাসানটেক থানা জাতীয় পার্টির সভাপতি আবুল বাশার ভূইয়া, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল, ক্যান্টনমেন্ট থানা জাতীয় পার্টির সভাপতি ইব্রাহীম খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম নিপুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই