দীর্ঘ ২২ বছর আগে রাজধানীর কুর্মিটোলা এলাকায় নার্সারির মালী আবুল হোসেন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন নার্সারি মালিক মুস্তাফিজুর রহমান ওরফে লিটন এবং মালী আনোয়ার হোসেন ওরফে আনারুল। তবে আসামিরা পলাতক।
সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন