রাজধানীতে আগামী ১২ জুলাই সমাবেশ করবে বিএনপি। এই উপলক্ষে শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি।
একই বিষয় নিয়ে আজ সোমবার দুপুরে ডিএমপিতে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।
বিএনপি সূত্র জানায়, দুপুরে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে ডিএমপির কমিশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে।
ওই বৈঠকে বিএনপি প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন