রাজধানীতে ছিনতাইকারীর হাতে প্রাণ গেল আদনান সইদ রাকিব (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর। গতকাল রাতে এই ঘটনা ঘটে। আদনান আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
সোমবার সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার এএসআই শামীম আহমেদ।
তিনি জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে বলে জেনেছি। তবে তার মরদেহ এখনো পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়নি। এই ঘটনায় মামলা হয়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি। ওই কলেজছাত্রের মরদেহ আনোয়ার খান মর্ডান হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ